সব
আট বছর আগে ঘটা করে যখন বিয়ে হয়েছিল ওড়িশার সুপারস্টার অনুভব মহান্তি আর নায়িকা প্রিয়দর্শিনীর। তখন তা ছিল হেডলাইন্স। আট বছর পর কটকের আ’দালত যখন তাঁদের বিবাহ বিচ্ছেদে সিলমোহর দিলো তখনও তা হেডলাইন্স। এই আট বছরে অনুভব সং’সদ সদস্য হয়েছেন। প্রিয়দর্শিনীও সে’ক্সি নায়িকা হিসেবে নামডাক করেছেন।
এমন সময় কটক আ’দালতে মা’মলা করলেন অনুভব- এই আট বছরে প্রিয়দর্শিনী তাঁকে যৌ’নসুখ দিতে পারেননি। বরং, একবারও তাঁরা শা’রীরিক সম্পর্কে লিপ্ত হননি। দু’পক্ষের বক্তব্য শুনে আ’দালত রায় দিয়েছে, ৬০ দিনের মধ্যে প্রিয়দর্শিনী
অনুভবের বাড়ি ছেড়ে চলে যাবেন এবং অনুভব প্রিয়দর্শিনীকে মাসে মাসে ৩০ হাজার টাকা করে খোরপোষ দেবেন। মনস্তত্ত্ববিদরা প্রিয়দর্শিনীকে ফ্রিজিড বলে মনে করছেন, যতই তিনি পর্দায় নাচ গান লাস্য করুন না!