কাপাসিয়া উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষক ও সুপারভাইজার প্রশিক্ষণ শুরু

| আপডেট :  ৬ জুন ২০২২, ০৯:৫৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ৬ জুন ২০২২, ০৯:৫৭ অপরাহ্ণ

শামসুল হুদা লিটন, কাপাসিয়া থেকেঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের আয়োজনে শিক্ষক ও সুপারভাইজারদের ১২ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।

৬ মে সোমবার কাপাসিয়া উপজেলা কমপ্লেক্স পাবলিক স্কুলে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ শুরু হয়।

কাপাসিয়া উপজেলার নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলার পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আমানত হোসেন খান। অনুষ্ঠান উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ্।

বিশেষ অতিথি ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো.আলী আকবর,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, রওশন আরা সরকার, এসডিআই ম্যানেজিং ডিরেক্টর তায়েবা খামন, কাপাসিয়া উপজেলার সমন্বয়কারী মাহাবুবুর রহমান, সুপারভাইজার আবদুল আজিজ, আল আমীন, মনির হোসেন, সুধীর চন্দ্র সরকার ও মামুন।

আমানত হোসেন খান বলেন, কাপাসিয়া উপজেলা ৭০ টি কেন্দ্রে ঝরে পড়া শিক্ষার্থীরা যথাযথ নিয়মে পড়বে। লেখাপড়া পাশাপাশি শিক্ষার্থী মাসিক হারে টাকা পাবেন।

ইউএনও একেএম গোলাম মোর্শেদ খান, বলেন,বর্তমান সরকার শিক্ষাকে এগিয়ে নেয়ার অনেক প্রকল্প হাতে নিয়েছে। প্রত্যেক সুপারভাইজার ও শিক্ষককে নিয়ম মেনে বিদ্যালয় পরিচালনা করতে হবে।