সব
বিনোদন: ভারতের অন্যতম সমালোচিত টিভি অভিনেত্রী উরফি জাভেদ। খোলামেলা পোশাক পরে সব সময় আলোচনায় থাকতে ভালোবাসেন এই অভিনেত্রী। এছাড়াও বিভিন্ন সময়ে নানা রকম উদ্ভট কর্মকাণ্ড করে সমালোচনার জন্ম দিয়েছেন ওরফি জাভেদ।
সম্প্রতি তিনি চটের বস্তা দিয়ে তৈরি এমনই এক পোশাক পরে আবারও সমালোচনায় আসেন। উরফি জাভেদ তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, চটের বস্তা কে’টে টু-পিস বানিয়েছেন উরফি। চটের বস্তার টপস ও স্কার্টে বেশ আবেদনময়ী লাগছে তাকে।
উরফির এই কাণ্ড দেখে নেটিজেনদের একাংশের বাহবা কুড়াচ্ছেন; আবার কেউ কেউ তাকে নিয়ে কটূকথা বলতেও ছাড়ছেন না। যদিও ট্রল বা কটূকথাকে গুরুত্ব দেন না তিনি।
অভিনয় জগতের শুরুর দিকে অনেকটা সংগ্রাম করতে হয়েছে এই অভিনেত্রীকে। সম্প্রতি ভক্তদের সাথে সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেন উরফী জাভেদ। তিনি বলেন, ‘অর্থের অভাবে ছোট ছোট চরিত্র যা পেতাম তাতেই অভিনয় করেছি। অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম, হয় বড় কিছু করে দেখাব, নয়তো আত্মহ’’ত্যার পথ বেছে নেব।’