সব
বিনোদন: আট বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভারতের উড়িষ্যা অভিনেতা অনুভব মোহান্তি এবং অভিনেত্রী বর্ষা প্রিয়দর্শিনী। বিয়ের আট বছর হলেও দুজনের মধ্যে কখনও শারীরিক সম্পর্ক হয়নি বলে অভিযোগ করেছেন অনুভব। স্ত্রী বর্ষা প্রিয়দর্শিনী ইচ্ছুক নয় তাই আদালতের দ্বারস্থ হয়েছেন অনুভব। বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন সংসদ সদস্য অভিনেতা অনুভব মোহান্তি। ২০১৪ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
সাংসদ-অভিনেতা অনুভব মোহান্তি অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই কোনো রকম শারীরিক ঘনিষ্ঠতায় ইচ্ছুক নন তার স্ত্রী বর্ষা। উল্টো নেটমাধ্যমে তার নামে অপপ্রচার চালাচ্ছেন। এমনই অভিযোগে আদালতের দ্বারস্থ হন অনুভব। আদালত থেকে এরইমধ্যে বর্ষাকে দুই মাসের মধ্যে অনুভবের পৈতৃক বাড়ি খালি করার নির্দেশ দিয়েছে। তবে প্রতি মাসে বর্ষাকে ৩০ হাজার টাকা খোরপোষ দিতে হবে তার।
অন্য একটি পিটিশনে বর্ষার আয়ের উৎস প্রকাশের দাবি করেছিলেন অনুভব। গত সপ্তাহে সেটির শুনানি শেষ হলেও এখনও পর্যন্ত সেটির রায় দেয়নি আদালত। কিছুদিন আগে, অনুভব নেটমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে অভিনেতা বলেন, বিচ্ছেদের যে আবেদন করেছেন, তাতে শুধু একটি কারণ উল্লেখ আছে। বিবাহের অসম্পূর্ণতার। কারণ তার স্ত্রী আজ পর্যন্ত তাকে ‘স্বামীর বৈবাহিক অধিকার’ দেননি। স্বামী হয়ে কত দিন তিনি বিষয়টি সহ্য করবেন তা আদালতের উপর নির্ভরশীল বলেও জানান অনুভব।
অনুভব মোহান্তি ওড়িশার শাসক দল বিজু জনতা দলের (বিজেডি) প্রার্থী হিসাবে ২০১৩ সালে রাজনৈতিক জীবন শুরু করেন। ২০১৬ সালে স্ত্রী বর্ষা প্রিয়দর্শিনী বিরুদ্ধে প্রথমবারের মতো আদালতের দ্বারস্থ হন অনুভব। খুব তাড়াতাড়ি সমস্ত মামলার নিষ্পত্তি হতে চলেছে এই তারকা দম্পতির।