সীতাকুণ্ডের আ’গুন দেশি-বিদেশি ষ’ড়যন্ত্র কিনা ক্ষতিয়ে দেখার আহবান এমপি হারুনের

| আপডেট :  ৬ জুন ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৬ জুন ২০২২, ১০:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেস’রকারি বিএম কন্টেইনার ডিপোতে অ’গ্নিকাণ্ডেের ঘটনা দেশি বা বিদেশি কোনো ষ’ড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপি দলীয় সং’সদ সদস্য হারুনুর রশীদ।

রোববার (৫ জুন) জাতীয় সং’সদে বাজেট অধিবেশন প্রথম দিনে এ আহ্বান জানান তিনি। বলেন, ডিপোর মালিককে এখনও গ্রে’ফতার করা হয়নি। তাকে গ্রে’ফতার করা হবে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এ সময় এমপি হারুন বলেন, আমি মনে করি, যেহেতু বন্দরগুলো আজ বিভিন্ন দেশ ব্যবহার করার সুযোগ পাচ্ছে, এর পেছনে ষ’ড়যন্ত্র আছে কিনা, এখানে সে’নাবা’হিনীসহ যারা বিশেষজ্ঞ- তাদের নিয়ে একটি নিরপেক্ষ কমিটি দিয়ে ত’দন্ত হওয়া দরকার।

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে লাগা আ’গুনে উ’দ্ধার অ’ভিযানে অংশ নেয়া ৯ জন ফায়ার সার্ভিসকর্মীসহ এখন পর্যন্ত ৪৫ জনের লা’শ উ’দ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইনউদ্দিন নি’হত ফায়ার সার্ভিস কর্মীদের সংখ্যা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গতকাল রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোটিতে আ’গুন লাগে। ডিপোটিতে প্রায় পঞ্চাশ হাজার কন্টেইনার ছিল। রাত বাড়ার সাথে সাথে এ আ’গুনের ঘটনার ভয়াবহতা বাড়ে। তবে এখন আ’গুনের মাত্রা কমে আসলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।