সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে দায় কার? যা বললেন নৌ প্রতিমন্ত্রী

| আপডেট :  ৫ জুন ২০২২, ১২:৪৫ অপরাহ্ণ | প্রকাশিত :  ৫ জুন ২০২২, ১২:৪৫ অপরাহ্ণ

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে লাগা ভ’য়াবহ অ’গ্নিকাণ্ডেের বি’ষয়ে নৌ পরিবহন ম’ন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যারা কন্টেইনার ডিপো পরিচালনা করেন তাদের অবহেলা থাকতে পারে। তবে এখনই বলা সম্ভব নয় দায় আসলে কার। আজ রোববার (৫ জুন) স’চিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

নৌ প্রতিমন্ত্রী জানান, সীতাকুণ্ডে কীভাবে অ’গ্নিকাণ্ডেের সূত্রপাত হয়েছে সে বি’ষয়ে ত’দন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনদিনের মধ্যেই রিপোর্ট দেবে কমিটি। রিপোর্ট পেলেই পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান খালিদ মাহমুদ চৌধুরী।

প্রসঙ্গত, শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আ’গুন লাগে। ডিপোটিতে প্রায় পঞ্চাশ হাজার কন্টেইনার ছিল। রাত বাড়ার সাথে সাথে এ আ’গুনের ঘটনার ভয়াবহতা বাড়ে। সকাল হতে আ’গুনের ভ’য়াবহতা একটু একটু করে কমতে থাকে।

তবে এ সময় ঘটনাস্থল থেকে অনেকগুলো লা’শ উ’দ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ অ’গ্নিকাণ্ডেে মোট নি’হতের সংখ্যা ৩৮। যার মধ্যে রয়েছে রয়েছেন পাঁচজন ফায়ার সার্ভিসের কর্মী।