সব
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেম, আর প্রেমিক হচ্ছেন বাংলাদেশী। তাতে কি? প্রেমের টানে মাইলের পর মাইল পাড়ি দেয়া যায়। সেই উদাহারণ সৃষ্টি করেছেন এক অস্ট্রেলিয়ান তরুণী। ভালোবাসার টানে বাংলাদেশে চলে এসেছেন। বিয়ে করেছেন তার পছন্দের যুবককে। বর্তমানে তারা সিলেট নগরে বসবাস করছেন।
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার খামার গাঁও গ্রামের যুবক সাদিক মিয়া (৩০)। ফেসবুকে তার সঙ্গে পরিচয় হয় অস্ট্রেলিযান তরুণী ‘আরিয়া ভংগাসাকদা’র (৩৮)। পরিচয় থেকে প্রেম। সব শেষে প্রেমের টানে আরিয়া ভংগাসাকদা ২০১৮ সালে বাংলাদেশে চলে আসেন এবং সাদিক মিয়ার বাড়িতে ওঠেন। এখানে ২০১৮ সালের ১০ অক্টোবার ঘরোয়া পরিবেশে তাদের বিয়ে সম্পন্ন হয়। এ সময় আরিয়া ভংগাসাকদা ‘সিমা বেগম’ নাম ধারণ করেন।
পরে তিনি অস্ট্রেলিয়ায় গেলে মহামারী করোনার কারণে বাংলাদেশে ফিরতে পারেননি, বিয়ের অনুষ্ঠানও করতে পারেনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরে সম্প্রতি আবারও বাংলাদেশে আসেন এবং গত ১ জুন, বুধবার আনুষ্ঠানিকভাবে বিয়ের পিড়িতে বসেন এবং বিয়ের কাবিননামা রেজিস্ট্রি করেন। বর্তমানে সাদিক-আরিয়া দম্পতি সিলেট নগরের বাগবাড়িস্থ একটি বাসায় স্বামী-স্ত্রী হয়ে সংসার করছেন।
সাদিক মিয়ার ছোট ভাই ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র : ইউএনবি