কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক চেন্নাইয়ে উদ্ধার

| আপডেট :  ৪ জুন ২০২২, ০৯:১৬ অপরাহ্ণ | প্রকাশিত :  ৪ জুন ২০২২, ০৯:১৬ অপরাহ্ণ

কুয়াকাটা সমুদ্র সৈকতে নেমে নিখোঁজ হয়েছিলেন ফিরোজ শিকদার (২৭)। অনেকে ধারণা করেছিলেন তিনি হয়ত মৃত্যুবরণ করেছেন। তবে নিখোঁজের ৯ দিন পর খোঁজ মিললো সেই পর্যটকের।

তার পরিবার জানিয়েছে, তিনি ভারতের চেন্নাই থেকে বাড়িতে ফোন করেছিলেন। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের বাসিন্দা।

ফিরোজের বড়ো ভাই মাসুম সিকদার জানান, শনিবার (৪ মে) দুপুরে ফিরোজ তাকে ফোন করে জানায় সে বর্তমানে ভারতের চেন্নাই প্রদেশে আছে।

ফিরোজের বরাত দিয়ে মাসুম বলেন, গত ২৬ মে দুপুরে সৈকতে গোসলে নামার পর ঢেউয়ে গভীর সমুদ্রে তিনি ভেসে যান। পরে সমুদ্রে একটি কলাগাছে ২৪ ঘণ্টা ভাসার পর ভারতের জেলেরা তাকে উদ্ধার করে চেন্নাই প্রদেশে নিয়ে যায়। বর্তমানে তিনি ভারতের দক্ষিণ উপকূলীয় চেন্নাই প্রশাসনের জিম্মায় চিকিৎসাধীন রয়েছেন।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, বিষয়টি ফিরোজের ভাই নিশ্চিত করেছেন। আমরা খোঁজ নিয়ে দেখছি। পরে আসল রহস্য জানা যাবে।