সব
বিনোদন ডেস্কঃ শাহরুখকে দেখা গেছে পুরো ভিন্ন এক অবতারে।শুনে অবাক হচ্ছেন? অ্যাটলির ‘জওয়ান’ এর দেড় মিনিটের টিজারে শাহরুখের লুক দেখে চমকে গেছে পুরো পৃথিবী।এই আলোচিত লুক দেখে দারুণ এক মন্তব্য করেছেন সালমান।
ইনস্টাগ্রামে টিজারটি শেয়ার করেছেন সালমান ক্যাপশনে লিখেছেন, ‘আমার জওয়ান ভাই প্রস্তুত আছেন।’শাহরুখ-সালমানের বন্ধুত্ব সম্পর্কে সবার জানা।
এ বন্ধুত্ব নতুন কিছু নয়। গত বছর শাহরুখের ছেলে আরিয়ান মাদক মামলায় জড়ানোর পর ছায়ার মতো শাহরুখের পাশে ছিলেন সালমান। সেই সময় থেকে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়েছে।
আগামীতে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের চারটি ছবি। যার ভেতর তিনটি ছবিতে শাহরুখকে দেখা যাবে প্রধান চরিত্রে অভিনয় করতে। যেগুলো হলো ‘পাঠান’, ‘ডানকি’ এবং ‘জওয়ান’। যার মধ্যে চমক হিসেবে থাকছে জওয়ান।