‘ব্যবসায়িদের ফোন করে পণ্য মজুত ও দাম বাড়িয়ে সঙ্কট সৃষ্টি করতে বলছে তারেক রহমান’

| আপডেট :  ৪ জুন ২০২২, ১২:০২ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৪ জুন ২০২২, ১২:০২ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যে দলগুলোর সাথে বৈঠক করছে এসব দলের কোন অস্তিত্ব নেই। ব্যবসায়িদের ফোন দিয়ে পণ্য মজুত করে ও দাম বাড়িয়ে দেশে সঙ্কট সৃষ্টি করতে তারেক রহমান নির্দেশনা দিচ্ছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে, সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী মহিলা লীগের মানববন্ধনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে পণ্যের মূল্য নিয়ে কথা বলছেন। অপরদিকে সাত সমুদ্র তের নদীর ওপার থেকে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যবসায়িদের ফোন করে পণ্য মজুত করো, দাম বাড়াও, দেশে পণ্যের সঙ্কট সৃষ্টি করার নির্দেশনা দিচ্ছেন।

অস্থিত্ববিহীন দলের সাথে বৈঠক করে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বটাই প্রকাশ পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ। বক্তৃতা করেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম এবং অন্যরা।