জিন তাড়ানোর কথা বলে সবাইকে বের করে দিয়ে কিশোরীর সঙ্গে মুয়াজ্জিনের কাণ্ড

| আপডেট :  ৩ জুন ২০২২, ০২:৫৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ৩ জুন ২০২২, ০২:৫৮ অপরাহ্ণ

দশম শ্রেণির এক ছাত্রীকে ঝাড়-ফুকের মাধ্যমে চিকিৎসার নামে শ্লী’লতাহা’নির অ’ভিযোগে মুয়াজ্জিন মো. আশিকুল ইসলামকে (৩৪) গ্রে’ফতার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে বৃহস্পতিবার (২ জুন) রাত ১০টার দিকে ওই মুয়াজ্জিনকে সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে গ্রে’ফতার করা হয় বলে জানিয়েছেন সদরঘাট থানার ওসি মো. খাইরুল ইসলাম।

আশিকুল ইসলাম পূর্ব মাদারবাড়ি হাজী নসু মালুম মসজিদের মুয়াজ্জিন বলে জানিয়েছে পুলিশ।ওসি জানান, কি’শোরী পূর্ব মাদারবাড়ি এলাকায় থাকেন। নগরীর একটি হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী। গত কয়েকমাস ধরে অ’সুস্থ ছিলেন। চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার পরেও মেয়েকে সুস্থ করতে না পেরে অস্থির ছিলেন বাবা মা।

কি’শোরীর বাবা স্থানীয়দের কাছ থেকে খবর পান হাজি নসু মালুম মসজিদের মুয়াজ্জিন মো. আশিকুল ইসলাম ঝাড়-ফুকের কাজ করেন।

খবর পেয়ে কি’শোরীর বাবা বৃহস্পতিবার সন্ধ্যায় মুয়াজ্জিনকে বাসায় ডেকে নেন। এরপর জিন তাড়ানোর নামে বাসার একটি কক্ষ থেকে বাবা-মাসহ সবাইকে বের করে শ্লী’লতাহা’নি করেন। এরপর ওই কি’শোরী বি’ষয়টি তার বাবা-মাকে জানালে তারা জাতীয় জরুরি সেবায় কল করেন।

ওসি খাইরুল ইসলাম বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে মুয়াজ্জিন আশিকুলকে গ্রে’ফতার করা হয়। এ ঘটনায় মা’মলা হয়েছে। শুক্রবার দুপুরে ওই মা’মলায় গ্রে’প্তার দেখিয়ে তাকে আ’দালতে পাঠানো হবে বলে জানান ওসি।