সব
এক যুগ আগে রূপালি ভুবনে পথচলা শুরু করেছিলেন ইয়ামিন হক ববি। গ্ল্যামারের আলোয় নিজেকে মেলে ধরে পেয়েছেন পরিচিতিও। তবে প্রায় তিনবছর পর্দায় অনুপস্থিত তিনি।
তবে এবার ববি ভক্তদের জন্য সুখবর। তাদের অপেক্ষার অবসান হচ্ছে। আগামী আগস্টেই নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন নায়িকা। চমকটির নাম ‘ময়ূরাক্ষী’। রাশিদ পলাশ নির্মিত এই সিনেমা আগস্টে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।
ইতোপূর্বে এর ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হয়েছে। এবার নির্মাতা পলাশ জানালেন, কোরবানির ঈদের পর সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা সাজাচ্ছেন তারা।
তিনি বলেন, আগস্ট মাসে ‘ময়ূরাক্ষী’ মুক্তি দেওয়ার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছি। কোরবানির ঈদের আগেই সেন্সরে জমা দেব। এটি একটি পরিপূর্ণ সিনেমা। দর্শক দেখে হতাশ হবেন না।
প্রসঙ্গত, ববিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ২০১৯ সালে। সিনেমার নাম ‘নোলক’। যেখানে তার নায়ক শাকিব খান। এরপর পাক্কা তিন বছর গত হলো। সিনেমা হলের সামনে ঝোলেনি তার অভিনীত নতুন কোনো সিনেমার পোস্টার। অবশ্য এর পেছনে মহামারি করোনাভাইরাস অন্যতম কারণ।