সব
ভালোবাসা মানেই যেনো সুখ আর দুঃখের মেলবন্ধন। ভালোবাসার গল্পগুলোর প্রতি পদেই যেমন সুখের খোঁজ থাকে তেমনই থাকে বেদনাও। আর এমনই একটি ভালোবাসার গল্প তুলি শ্যামলের গল্প।
তুলি ভালোবেসে ঘর বাঁধে শ্যামলের সঙ্গে। তবে শ্যামলের মা তুলিকে ছেলের বউ হিসেবে মেনে নেয়নি কখনো। এই টানাপড়নে চলতে থাকে তুলি-শ্যামলের সংসার। কিন্তু এক সময় দাম্ভিক মা জিতে গিয়েও হেরে যায়! এমনই এক গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শেষ চিঠি’। যে গল্পে আছে প্রেম, পরিবার আর বিচ্ছেদের রেশ।
সুমন ধর পরিচালিত চরকি ফ্লিক ‘শেষ চিঠি’ মুক্তি পাচ্ছে আগামী ২ জুন রাত ৮টায়। এরমধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে ইয়াশ রোহান ও প্রার্থনা ফারদিন দীঘিকে। চরকির সঙ্গে দীঘির এটাই প্রথম কাজ। তবে ইয়াশকে এর আগে চরকির নেটওয়ার্কের বাইরে ও তিথির অসুখ-এ দেখা গেছে। ইয়াশ ও দীঘির পাশাপাশি সাবেরী আলম, হিন্দোল রায়, মিলি মুন্সীকেও দেখা যাবে এই গল্পে।
দীঘি বলেন, এই মুহূর্তে আমি চেষ্টা করছি বেছে বেছে ভালো কাজ করার। শেষ চিঠি কাজটি তেমনই। গল্পটি আমার খুব কাছে ও পছন্দের। এই কাজটি দিয়ে ওয়েবে আমার ডেবিউ হচ্ছে।
‘আর চরকির যেকোনো কাজ, প্রোগ্রাম-প্রিমিয়ারে আমি থাকি। আর প্রথম ওয়েবের কাজটাই চরকিতে মুক্তি পাবে। তো আমার জন্য ব্যাপারটা ডাবল খুশির। আমার বিশ্বাস ইয়াশ-দীঘি জুটিকে দর্শক ভালোবাসা দিয়ে গ্রহণ করবে।’
অভিনেতা ইয়াশ ‘শেষ চিঠি’ নিয়ে বলেন, চরকির সঙ্গে এ পর্যন্ত আমার দুটি কাজ করা হয়েছে। প্রতিটার গল্প ও আমার চরিত্র একদম ভিন্ন ছিল। শেষ চিঠি-তেও এর ব্যতিক্রম হয়নি। এখানে আমার যে চরিত্রটা দেখানো হয়েছে এখানেও একদম ভিন্ন ইয়াশকে দেখবে দর্শক।
প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে একসময় জনপ্রিয়তার শীর্ষে ছিলেন দীঘি। এরপর অভিনয় থেকে নিয়েছিলেন দীর্ঘ বিরতি। তবে এবার নায়িকা হিসেবে আবারও অভিনয়ে ফিরেছেন তিনি।