র‍্যাংকিংয়ে নিজেকেই ছাড়িয়ে গেলেন লিটন দাস

| আপডেট :  ১ জুন ২০২২, ০৬:২৪ অপরাহ্ণ | প্রকাশিত :  ১ জুন ২০২২, ০৬:২৪ অপরাহ্ণ

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর আইসিসির টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে উঠে এসেছিলেন লিটন দাস। এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন উইকেটকিপার এই ব্যাটার। ফিরেছেন ক্যারিয়ার সেরা ১২তম স্থানে।

বাংলাদেশি কোনো ব্যাটারের টেস্টে এটাই শীর্ষ অবস্থানের রেকর্ড। তামিম ইকবাল উঠেছিলেন র‍্যাংকিংয়ের ১৪ পর্যন্ত। লিটনের রেটিং পয়েন্ট এখন ৭২৪। ২০১৭ সালের অগাস্টে তামিম ৭০৯ রেটিং পয়েন্ট গড়েছিলেন।

সুখবর পেয়েছেন মুশফিকও। প্রথম টেস্টে শতকের পর ৪ ধাপ এগিয়ে ২৫ নম্বরে ছিলেন, মিরপুরে প্রথম ইনিংসে করেছিলেন অপরাজিত ১৭৫ রান। তাতে আরও ৮ ধাপ এগিয়ে মুশির অবস্থান এখন ১৭তে।

অন্যদিকে প্রথম টেস্টের পর ৮ ধাপ এগিয়ে ২৭তম স্থানে উঠে এসেছিলেন তামিম ইকবাল। দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়ে ৫ ধাপ পিছিয়ে ৩২-এ নেমে গেছেন তিনি।

বোলিংয়ে রেটিং পয়েন্ট বাড়লেও অবস্থানে নড়চড় হয়নি সাকিবের, আছেন ২৯-এ। ব্যাটিংয়ে আছেন ৪৩তম। অলরাউন্ডারদের মধ্যেও আগের অবস্থান চারে আছেন টাইগার তারকা।