বৃহস্পতিবার, ৩০ Jun ২০২২, ০৮:০৭ পূর্বাহ্ন
মারা গেছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ (কেকে)। কলকাতায় গুরুদাস মহাবিদ্যালয়ের নজরুল মঞ্চে অনুষ্ঠান চলার সময় মৃত্যুবরণ করেন ৫৩ বছর বয়সী এ শিল্পী। সূত্র: আনন্দবাজার।
বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালামসহ বেশ কয়েকটি ভাষায় গান গেয়েছেন কেকে। তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে জারা সা, দিল ইবাদত, কেয়া মুঝে পেয়ার হে, তুহি মেরি সাব হে, বিতে লামহে, আখোমে তেরি আজাবসি ইত্যাদি।
বিস্তারিত আসছে….