তসলিমা নাসরিনকে কাছে পেয়ে আপ্লুত শ্রীলেখা

| আপডেট :  ৩০ মে ২০২২, ০৬:৪০ অপরাহ্ণ | প্রকাশিত :  ৩০ মে ২০২২, ০৬:৪০ অপরাহ্ণ

বাংলাদেশ থেকে নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে দীর্ঘদিন তিনি অবস্থান করেছিলেন কলকাতায়। কিন্তু একসময় কলকাতাও ছাড়তে বাধ্য হন তিনি। বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন এই লেখিকা।

এখনও প্রায়ই তসলিমা নাসরিনের লেখা নিয়ে হয় জোর আলোচনা সমালোচনা। তবে টসব আলোচনা সমালোচনাকে কখনোই খুব একটা গুরুত্ব দেন না তিনি। বরং এগিয়ে চলেন নিজের মতই। আর এসব কারণেই এই অভিনেত্রীকে কাছে পেয়ে আপ্লুত শ্রীলেখা।

ওপার বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে দিল্লিতে রয়েছেন। সেখানেই দেখা মিলেছে তার প্রিয় লেখক তসলিমা নাসরিনের। নিজের খুশি প্রকাশ করে শ্রীলেখা বলেন, ‘‘তসলিমার লেখা বরাবরই ভাল লাগে আমার। ওর ‘লজ্জা’ ভীষণ পছন্দের। এত সাহসী কলম! ওর উপস্থিতিও ওর লেখার মতোই উজ্জ্বল!’’

প্রসঙ্গত, শ্রীলেখা মিত্র বরাবরই বই পড়তে ভালবাসেন। আরও অনেকের মতোই তসলিমা নাসরিনের লেখা তাঁর ভীষণ প্রিয়। এছাড়া, ইদানীং দু’জনেই সেই তেজ আর স্পষ্ট কথা উগরে দেন নেটমাধ্যমে। বিতর্কও তাই দু’জনেরই নিত্যসঙ্গী।