সব
নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। সেখানেই সন্তান ও পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। এদিকে গত ১৮ মে অস্ট্রেলিয়া গেছেন সংসদ সদস্য ও গায়িকা মমতাজ বেগম। শাবনূরের সঙ্গে মমতাজের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় শাবনূর গাড়ি চালাচ্ছেন, পাশে বসে আছেন মমতাজ।
জানা যায়, মমতাজ সিডনি থেকে ফেরার সময় ৩০ মে সারা দিন শাবনূরের সঙ্গে কাটিয়েছেন। আর নায়িকাও নিজের গাড়িতে করে ঘুরালেন সিডনি শহর। শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন মমতাজ।
মমতাজ বলেন, ‘খুব পছন্দের নায়িকা শাবনূর। আমি জানি আমার মতো কোটি কোটি বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছে এই মেয়েটি। ৩০ মে সারা দিন সময় দিলো শুধু আমার জন্য। অবশেষে এয়ারপোর্ট পর্যন্ত এলো। ভীষণ মিশুক একটা মানুষ।’
মমতাজ অস্ট্রেলিয়া গেছেন দেশটির কয়েকটি শহরে বাংলাদেশিদের আয়োজনে কনসার্টে অংশ নিতে। গত ২১ তারিখ মেলবোর্ন ঈদ অনুষ্ঠানে গেয়েছেন তিনি। আর ২৮ মে সিডনিতে আয়োজন করা হয়েছিল ‘বৈশাখী মেলা’। সেখানেও গেয়েছেন তিনি। এছাড়াও অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন সংসদ সদস্য ও বাংলাদেশ অ্যাম্বাসির আয়োজনে অংশ নেন লোকগানের এই জনপ্রিয় তারকা।