খুঁজে পাওয়া গেলো দ্বিতীয় অমিতাভ বচ্চনকে

| আপডেট :  ৩০ মে ২০২২, ১২:১৫ অপরাহ্ণ | প্রকাশিত :  ৩০ মে ২০২২, ১২:১৫ অপরাহ্ণ

বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। প্রায় অর্ধ দশক ধরে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন বিগ বি। বিজ্ঞাপন থেকে সিনেমায় এখনও সমান কাঙ্ক্ষিত তিনি। তবে এবার খুঁজে পাওয়া গেলো দ্বিতীয় অমিতাভ বচ্চনকে।

আর এই অমিতাভকে খুঁজে পাওয়া গেছে ফাঁকা অন্ধেরির রাস্তায়। একটি ভিডিওতে দেখা যায় ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দীর্ঘদেহী মানুষটা। এক ঝলক দেখে যে কারও মনে হবে অমিতাভ বচ্চন হেঁটে যাচ্ছেন।

কিন্তু যা মনে হয়, তা তো সবসময় বাস্তবে হয় না। যে ব্যক্তিকে দেখে বলিউডের শাহেনশা মনে হচ্ছে তিনি আসলে পুনের এক অধ্যাপক। তারকাদের মতো দেখতে অনেক মানুষের খোঁজই পাওয়া যায়। কারও মুখের সঙ্গে তারকার মুখের মিল পাওয়া যায়, কেউ আবার শরীরী ভাষা নকল করে তারকাদের আদব-কায়দা নকল করেন।

এই অমিতাভ বচ্চনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। অনেকেই তার ম্যানারিজম নকল করেছেন। কিন্তু পুনের অধ্যাপকের ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া।

প্রসঙ্গত, পুণের এই অধ্যাপকের নাম শশীকান্ত পেড়ওয়াল। আইটিআই পুণের পড়ুয়াদের পড়ান তিনি। কাজের ফাঁকে অমিতাভ বচ্চনের নকল করেন। তার মতোই সেজে একাধিক ভিডিও তৈরি করেন। শশীকান্তের এই ভিডিও দেখতে বেশ পছন্দ করেন নেটিজেনরা। হাজার হাজার লাইক হয় তার ভিডিওর। বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে ডাকা হয় শশীকান্ত পেড়ওয়ালকে। বিজ্ঞাপনেও অমিতাভ বচ্চন হয়ে অভিনয় করেছেন তিনি।