সুদের হার বাড়াল বাংলাদেশ ব্যাংক

| আপডেট :  ৩০ মে ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৩০ মে ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ণ

অর্থনীতি: দীর্ঘ দুই বছর পর সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন পলিসি রেট (রেপো সুদ হার) ৪ দশমিক ৭৫ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে। এখন থেকে ব্যাংকগুলোকে ৫ শতাংশ হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে হবে।

এর আগে ২০২০ সালে জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংক পলিসি রেট ৫ দশমিক ২৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ দশমিক ৭৫ শতাংশ করেছিল। আবার এখন সেটা ৫ শতাংশে উন্নীত করা হলো।

কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যাংক ঋণ নেওয়ার পরিমাণ কমে আসতে পারে। রিভার্স রেপো হার অবশ্য ৪ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনে এই হারে ব্যাংকগুলোর কাছ থেকে টাকা নেওয়া হবে।

দেশের মুদ্রানীতি সুষ্ঠুভাবে প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির রোববারের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈশ্বিক চাহিদা বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যের সরবরাহ ব্যবস্থায় বিঘ্নতা, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দীর্ঘসূত্রতার কারণে বিশ্ব অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা সৃষ্টি ও এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ সব ধরণের পণ্য (খাদ্য ও খাদ্য-বহির্ভূত) মূল্যের ঊর্ধ্বগতির পরিস্থিতি এবং অভ্যন্তরীণ অর্থনীতির ও বৈশ্বিক অর্থনীতির মূখ্য সূচকের পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র আবুল কালাম আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।