ডা’কাত সন্দেহে ৩ র‍্যা’ব সদস্যকে গণপি’টুনি

| আপডেট :  ২৬ মে ২০২২, ০৯:২৯ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৬ মে ২০২২, ০৯:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই উপজে’লায় অ’ভিযান চা’লানোর সময় ডাকাত স’ন্দেহে তিন র‍্যা’ব সদস্যকে গণপি’টুনি দিয়েছে স্থানীয় জনতা। এ সময় অ’ভিযানে থাকা র‍্যা’বের একটি প্রাইভেটকারও ভা’ঙচুর করে তারা।মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজে’লার বারইয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা- চট্টগ্রাম হাইওয়ের মসজিদ গলির সামনে ওভারব্রীজের নিচে র‍্যা’ব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা অ’ভিযানে গেলে স্থানীয় জনতা ডাকাত স’ন্দেহে তাদের ও’পর আ’ক্রমণ করে। এতে র‍্যা’বের তিন সদস্য গু’রুতর আ’হত হন।

পরে র‍্যা’বের প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ৪৫ -২০২৯) ভা’ঙচুর শুরু করলে পরিস্থিতি মো’কাবিলায় র‍্যা’ব সদস্যরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গু’লি করেন।আ’হত র‍্যা’ব সদস্য কাউসার (২৯), মোখলেস (৩৩) ও পারভেজকে (২৮) প্রথমে বারইয়ারহাট মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে অবস্থা আ’শঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়।

এ বি’ষয়ে জো’রারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন বলেন, হা’মলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই আমরা। আ’হতদের উ’দ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা করি। এদিকে, ঘটনার বি’ষয়ে জানতে র‍্যা’ব -৭ এ টেলিফোনে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে অপারগতা প্রকাশ করেন তারা।