দেশের ১৭ জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী

| আপডেট :  ২৬ মে ২০২২, ০৮:৩১ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৬ মে ২০২২, ০৮:৩১ পূর্বাহ্ণ

আবহাওয়া: খুলনা-রাজশাহী গোপালগঞ্জসহ দেশের মোট সতেরোটি জেলায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে এসব অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ সমস্ত অঞ্চল গুলোতে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর জানায় ঢাকাসহ দেশের ৬ বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আগের তুলনায় মঙ্গলবার বৃষ্টি কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নোয়াখালীর মাইজদী কোর্টে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ আরো বলেন, গোপালগঞ্জ, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, বরিশাল, পাবনা, রাজশাহী ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।