মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৭:০৮ অপরাহ্ন
বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী নিপুণ। মূলত অভিনয়ের জন্য নয় এই অভিনেত্রী আলোচনায় আছেন শিল্পী সমিতির নির্বাচনের কারণে। সর্বশেষ তথ্য অনুযায়ী শিল্পী সমিতির নির্বাচন নিয়প নিপুণের আপীলের শুনানি পিছিয়েছে হাইকোর্ট।
তবে এরই মাঝে ভক্তদের নতুন সুখবর দিয়েছেন নিপুণ। জানা গেছে, ‘ভাগ্য’ নামের একটি সিনেমার শুটিং করছেন নিপুণ। রাজধানীর আফতাবনগরে চলছে সিনেমাটির শুটিং। কাজ চলবে ৩০ মে পর্যন্ত টানা। এটি পরিচালনা করছেন মাহবুবুর রহমান।
এতে নিপুণের বিপরীতে নায়ক হিসেবে আছেন চিত্রনায়ক মুন্না। এই জুটি আগেও উত্তম আকাশের ‘ধূসর কুয়াশা’ নামের একটি সিনেমা করেছেন।
এ সিনেমায় ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে চাচার কাছে বড় হওয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করছেন নিপুণ। যেখানে চাচা তাকে দিয়ে নানা ধরনের প্রতারণামূলক কাজ করান। কখনও প্রেমিকা সেজে বড়লোকদের ফাঁসানো, কখনও চোরাচালানিদের সাহায্য করা। পরে চাচার কাছ থেকে পালানোর সিদ্ধান্ত নেন নিপুণ।
নিপুণ বলেন, ‘ছবিটির গল্পটা বেশ ভালো। আশা করি দর্শকরা এটি গ্রহণ করবেন।’ নির্মিত হচ্ছে হালিমা কথাচিত্রের ব্যানারে। প্রসঙ্গত, অনেক দিন ধরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে জায়েদ খানের সঙ্গে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নিপুণ আক্তার।