মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৭:০৫ অপরাহ্ন
সারাদেশ: পদ্মা নদীতে ২০ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে স্থানীয় জেলেদের জালে। বিশাল আকারের এই মাছটি বিক্রি হয়েছে ২৬ হাজার টাকায়।
মাছটি পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়ে মঙ্গলবার (২৪ মে) সকাল ৭টার দিকে। সালাম প্রামানিক নামে এক জেলের জালে ধরা পড়ে পাঙ্গাশটি।
পরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার স্থানীয় আড়ৎদার মো. রওশনের আড়তে প্রতিকেজি ১২৫০ টাকা কেজিদরে মোট ২৫ হাজার টাকায় মৎস্য ব্যবসায়ী মো. শাজাহান শেখ পাঙ্গাসটি কিনে নেন।
মাছটি দেখতে ভিড় জমায় উপস্থিত জনতা। স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাজাহান শেখ জানান, প্রতিকেজি ১২৫০ টাকা কেজিদরে মোট ২৫ হাজার টাকায় ২০ কেজির পাঙ্গাসটি কিনে তিনি ১৩০০ টাকা কেজিদরে ২৬ হাজার টাকায় ঢাকার একজনের কাছে বিক্রি করেছেন।