মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৬:৪২ অপরাহ্ন
শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকেঃ গাজীপুরের কাপাসিয়ায় ভেজাল বেকারি পণ্য তৈরি ও বিক্রির দায়ে দুই কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৩ মে, সোমবার বিকালে উপজেলার দুই বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার একেএম গোলাম মোর্শেদ খান।
অভিযানে বিএসটিআইয়ের লাইসেন্স ব্যতীত বেকারি পণ্য উৎপাদন ও বিপননের অপরাধে নিউ ভাই ভাই বেকারি ও জেসমিন বেকারির মালিককে ৫০ হাজার টাকা করে মোট ১,০০০০০(এক লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে বিএসটিআইয়ের প্রতিনিধি ও কাপাসিয়া থানা পুলিশ সহযোগিতা করে।