দুই পুলিশ কর্মকর্তাকে কামড়ে দিলেন রিকশা চালক

| আপডেট :  ২৩ মে ২০২২, ০৯:৫৩ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৩ মে ২০২২, ০৯:৫৩ পূর্বাহ্ণ

গাজীপুরের টঙ্গীতে পুলিশ কর্মকর্তাসহ দুইজনকে কা’মড়ে দেয়ায় আ’টক হয়েছেন দেলোয়ার হোসেন (২৭) নামের এক রিকশাচালক। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।রোববার (২২ মে) সন্ধ্যার দিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। দেলোয়ার টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে দেলোয়ারের রিকশায় চে’পে দুই আরোহী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আসেন। এ সময় ভাড়া নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার একপর্যায়ে রিকশাচালক দেলোয়ার ওই দুই আরোহীকে কিল-ঘু’ষি মে’রে আ’হত করেন। প্রত্যক্ষদর্শীরা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে টঙ্গী পূর্ব থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) তোফাজ্জাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন।

এ সময় পুলিশকে দেখে দৌড়ে পালাতে গেলে এএসআই তোফাজ্জাল রিকশাচালক দেলোয়ারকে ধরে ফেললে তোফাজ্জল হোসেনের ডান হাতের আঙ্গুলে কা’মড়ে দেন দেলোয়ার। এ সময় পাশে থাকা হাসপাতালের পরিচ্ছন্নকর্মী ইমন এগিয়ে গেলে তাকেও কা’মড়ে দেন দেলোয়ার।

পরে, আ’হতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।রিকশা চালক দেলোয়ার বলেন, ভাড়া নিয়ে যাত্রীদের সাথে ঝ’গড়া হয়। পুলিশ আসার পর আমার কোনো কথা শুনছিল না, তাই কা’মড়ে দিয়েছি।

টঙ্গী (পূর্ব) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ বলেন, রিকশাচালক দেলোয়ার মা’নসিকভাবে ভারসাম্যহীন এবং মা’দকসেবী। যাত্রীদের সঙ্গে ভাড়া নিয়ে তর্কের জেরে মা’রামারির ঘটনায় স্থানীয় একজন ৯৯৯-এ ফোন করে। তখন
এএসআই তোফাজ্জল সেখানে গেলে রিকশাচালক দেলোয়ার ক্ষি’প্ত হয়ে তাকে কা’মড়ে দেয়। আ’হত পুলিশ সদস্য চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছেন। রিকশা চালক দেলোয়ারকে তাৎক্ষনিক আ’টক করে থানায় আনা হলেও পরবর্তীতে পরিবারের সদস্যদের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয় বলে জানান তিনি।