পুরনো সাইকেল কিনে আনন্দের সীমা নেই বাবা-ছেলের, তুমুল ভাইরাল ভিডিও

| আপডেট :  ২২ মে ২০২২, ১১:০৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ২২ মে ২০২২, ১১:০৩ অপরাহ্ণ

সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা সকলের মন জয় করে নিয়েছে। একটি পুরনো সাইকেল কিনে বাবা ও ছেলের আনন্দ সকলের নজর কেড়ে নিয়েছে। বাবা ও ছেলের প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে হাই সোসাইটির স্বপ্ন পূরণের ভিডিও।

সেখানে আইফোন, মার্সিডিজ এবং পাঁচতারা হোটেল খুব সহজ ব্যাপার। কিন্তু, অন্য প্রান্তে একটি পুরনো সাইকেল কিনেও স্বপ্ন পূরণ হচ্ছে বাবা ও ছেলের। তাদের অভিব্যক্তি বলে দিচ্ছে তারা সেই পুরনো সাইকেল কিনতে পেরেই নিজেদের বহুদিনের ইচ্ছা পূরণ করতে সক্ষম হয়েছে। ছোট খুদের আনন্দই বলে দিচ্ছে তারা কতটা খুশি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে সেই ভিডিও। ইতিমধ্যেই তা লাখ লাখ মানুষের মন জয় করে নিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও শেয়ার করা হয়েছে টুইটারে। @AwanishSharan নামের একটি টুইটারের প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে সেই ভিডিও। Awanish sharan নামের একজন আইএএস অফিসার নিজের অফিসিয়াল টুইটার প্রোফাইল থেকে শেয়ার করেছে সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে যে, একটি পুরনো সাইকেলের সামনে দাঁড়িয়ে রয়েছে বাবা ও ছেলে। তারা সেই সাইকেলকে পূজা করছে। ওই ব্যক্তি প্রথমে সাইকেলটির উপরে একটি পাত্র করে জল ঢেলে দেন এবং পরবর্তীতে সেটিকে প্রণামও করেন। ছোট শিশুটিকেও সাইকেলের চাকার মধ্যে মাথা ঠেকাতে দেখা যায়। সেই পুরনো সাইকেলের সামনে একটি মালা পরানো হয়েছে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে।

Awanish sharan নামের একজন আইএএস অফিসার সেই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,“এটি শুধুমাত্র একটি সেকেন্ড হ্যান্ড সাইকেল। তাদের আনন্দ দেখুন। তাদের প্রতিক্রিয়া বলছে যেন, তারা একটি নতুন মার্সিডিজ বেঞ্জ কিনেছেন।” ভাইরাল হওয়া সেই ভিডিওতে বাবা ও ছেলের প্রতিক্রিয়া অনেক কিছু বলে দিয়েছে নিঃশব্দে। এখনও আমাদের চারপাশে এমন অনেকেই রয়েছে যাদের হয়তো সেই সামর্থ্য নেই। এর ফলে আমাদের কাছে যা মামুলি ব্যাপার, সেটাই তাদের কাছে স্বপ্ন পূরণের সমান। ভাইরাল হওয়া সেই ভিডিও সেটাই আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এক নজরে দেখে নিন সেই ভিডিও।

সোশ্যাল মিডিয়া হল এমন একটি জায়গা, যেখানে নেটিজেনদের মনে জায়গা করতে পারলে সেটি ভাইরাল হতে বেশি সময় লাগে না। আইফোন এবং দামি প্রিমিয়াম গাড়ির ভিড়ে সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিয়েছে পুরনো সাইকেল। বাবা ও ছেলের স্বপ্ন পূরণের ভিডিও মন জয় করে নিয়েছে সকলের।