বাড়বে স্মার্টফোন ও সিমের দাম!

| আপডেট :  ২২ মে ২০২২, ০৩:৪৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ২২ মে ২০২২, ০৩:৪৩ অপরাহ্ণ

প্রযুক্তি: দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং চিপের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ক্রেতাদের সাথে এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে স্যামসাং। চিপের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি বছরের জুলাই মাস থেকে চিপের দাম বাড়াতে পারে প্রতিষ্ঠানটি।

চিপ উৎপাদনে কাঁচামালসহ আনুষঙ্গিক খরচ বৃদ্ধির ফলে দাম বাড়ানোর সিন্ধান্ত নিয়েছে স্যামসাং। চিপের ধরনের ওপর ভিত্তি করে খরচ ১৫ থেকে ২০ শতাংশ বাড়তে পারে। দুই বছরের বেশি সময় ধরে করোনা মহামারির প্রভাবে বিশ্বজুড়ে চিপ সংকটের পাশাপাশি চাহিদা বৃদ্ধিতে নির্মাতাদের ওপর বাড়তি চাপ পড়েছে।

চিপ সংকটে প্রযুক্তি ডিভাইস, স্মার্টফোনসহ বিভিন্ন ইলেক্ট্রনিক পণ্য চাহিদা মতো তৈরি করতে পারছে না প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো।এদিকে সংশ্নিষ্টরা বলছেন, দাম বৃদ্ধিতে স্মার্টফোন, সিমসহ চিপনির্ভর ডিভাইসের দাম বাড়বে। স্মার্টফোন ও সিমসহ প্রযুক্তির সকল ডিভাইসে চিপ ব্যবহার করা হয়। বিশ্বের শীর্ষ টেক জায়ান্টসহ অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের তৈরি চিপ ব্যবহার করে থাকে।