ঢাকা-কলকাতা ট্রেন চালু হচ্ছে শুনেই চাঙ্গা কলকাতার নিউ মার্কেট

| আপডেট :  ২২ মে ২০২২, ১১:১৬ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২২ মে ২০২২, ১০:৫৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: আগামী ২৯ মে থেকে চালু হতে যাচ্ছে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস। করোনার কারণে দীর্ঘ সময় পর দু’দেশের মধ্যে ফের চালু হচ্ছে এই ট্রেন সার্ভিস। এই খবরে চাঙ্গা হয়ে উঠেছে কলকাতার নিউমার্কেট, মির্জা গালিব স্ট্রীট, সদর স্ট্রীট।

আবারো বাংলাদেশ থেকে পর্যটক আসবে আর ভরে যাবে হোটেল-গেস্ট হাউজ গুলো। দু’বছর পর এমন খবরে উচ্ছ্বাসিত কলকাতার ব্যবসায়ীরা। এতদিন টুরিস্ট ভিসা দেওয়া ছিল বন্ধ। হোটেল, গেস্ট হাউজ এবং রেস্তোরাঁ ব্যবসায়ী ছিল মন্দা। নিউমার্কেটে ছিল বেশ করুন অবস্থা। কারণ, মধ্য কলকাতার পার্ক স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, মারকুইস স্ট্রিট, সদর স্ট্রিট, চৌরঙ্গী লেন, রয়েড স্ট্রিট নিয়ে গড়া লিটল বাংলাদেশের ব্যাবসায়িক পরিকাঠামোটি দাঁড়িয়ে থাকে বাংলাদেশের পর্যটকদের ওপর।

কেননা এসকল ব্যবসায়ীদের শতকরা ৬০ ভাগ ক্রেতাই বাংলাদেশি। বাংলাদেশি পর্যটকদের অভাবে এতদিন হাহাকার করছিল সেখানকার ব্যবসায়ীরা। ট্রেন চালু হওয়ার খবরে আশার আলো দেখতে পাচ্ছেন তারা।