প্রথম বারের মত নারী রেফারি পাচ্ছে বিশ্বকাপ

| আপডেট :  ২০ মে ২০২২, ০৭:২৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ২০ মে ২০২২, ০৭:২৯ অপরাহ্ণ

ক্রীড়াজগতের সবচেয়ে বড় প্রতিযোগিতার মধ্যে একটি ফুটনল বিশ্বকাপ। চলতি বছরেই ছেলেদের বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতারে। আর এই বিশ্বকাপ প্রথমবারের মত অংশগ্রহণ করতে যাচ্ছেন নারী ফুটবলাররা। ইতোমধ্যে বিশ্বকাপের জন্য তিনজন করে নারী রেফারি ও সহকারী নারী রেফারি নির্বাচন করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা।

জানা গেছে, নারী রেফারি তিনজন হলেন-ফরাসি স্টেফানি ফ্র্যাপা, রুয়ান্ডার সালিমা মুকাসাঙ্গা ও জাপানের ইয়োশিমা ইয়ামাশিতা। তাদের সহকারী রেফারি হিসেবে থাকছেন ব্রাজিলের নিউজা ব্যাক, মেক্সিকোর কারেন ডিয়াজ মেদিনা ও যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন নেসবিট।

এ প্রসঙ্গে ফিফা রেফারিজ কমিটির প্রধান পিয়েরলুইজি কলিনা সংবাদমাধ্যমকে বলেন, ‘এর মাধ্যমে অনেক বড় একটা প্রক্রিয়ার ইতি ঘটল। অনেক বছর আগে এই প্রক্রিয়া শুরু হয়েছিল ফিফার বালক টুর্নামেন্ট ও বিভিন্ন সিনিয়র টুর্নামেন্টে নারী রেফারিদের দায়িত্ব দিয়ে। এর মাধ্যমে আমরা এটা জোর দিয়ে বলতে চাই যে কাজের ক্ষেত্রে আমরা কেবল কর্মীর গুণটাই দেখি, তার লিঙ্গ নয়।’

তিনি আরও বলেন, ‘আমি আশা করি ভবিষ্যতে পুরুষদের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় এলিট নারী রেফারিদের অংশগ্রহণকে স্বাভাবিক হিসেবেই ধরা হবে, বিষয়টা আর চমকপ্রদ কিছু হবে না।’