সমকামীদের সমর্থনের ম্যাচ না খেলে প্রশংসায় ভাসছেন ইদ্রিস গায়া

| আপডেট :  ২০ মে ২০২২, ১২:৫৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ২০ মে ২০২২, ১২:৫৮ অপরাহ্ণ

খেলাধুলা: পিএসজির ফুটবলার ইদ্রিস গায়া। মুসলিম এই খেলোয়াড়ের বাড়ি সেনেগালে। সম্প্রতি একটি ম্যাচে সমকামীদের সমর্থনে জার্সি পরে খেলতে অস্বীকৃতি জানায় এই মুসলিম খেলোয়াড়। এতে করে বর্ণবাদী ফরাসিদের রোষানলে পড়েছেন তিনি। ফ্রান্স থেকে বহিষ্কারের দাবি তোলা হয়েছে এই মুসলিম খেলোয়াড়কে।

তবে ইদরিস গায়ার এমন সিদ্ধান্ত মুসলিম বিশ্ব তাকে অনন্য মর্যাদায় আসীন করেছে। পৃথিবীর নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলিম তার প্রশংসায় পঞ্ঝমুখ।

মিসরের সাবেক ফুটবলার মোহাম্মদ আবু তারিকা ইদরিসের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। পবিত্র কুরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে টুইটারে তিনি লিখেন, (আল্লাহর নবী লুত আ:-এর বারণের) ‘উত্তরে তার সম্প্রদায় শুধু বলল, লুত পরিবারকে তোমরা জনপদ থেকে বহিষ্কার করো, এরা তো এমন লোক যারা পবিত্র থাকতে চায়।’ (সুরা নামল : ৫৬) একইসাথে আবু তারিকাহ লিখেন, ‘তুমি দুঃখ করো না, আমরা তোমার সাথে আছি, তোমাকে সমর্থন করছি এবং আল্লাহও তোমার সাথেই আছেন।’

শুধু সমর্থকরাই নয়; ইদরিস পাশে পেয়েছেন তার দেশেরে প্রেসিডেন্ট ম্যাকি সল কালকেও। তিনি টুইট করেন, ‘ইদরিস গানা গায়াকে আমি সমর্থন করি। তার ধর্মীয় বিশ্বাসকে সম্মান করতে হবে।’

সমকামীদের সমর্থনের ওই ম্যাচ টি না খেলার জন্য ইদ্রিসকে তলব করে ফ্রান্স ফুটবল ফেডারেশন। তিনি সেখানে খুব চমৎকার উত্তর দিয়েছেন, ‘আমি তো ক্লাবের সাথে ফুটবল খেলতে চুক্তিবদ্ধ হয়েছি, আমার ইসলামী বিশ্বাস ও সংস্কৃতিবিরোধী এবং উন্নত মানবিক মূল্যবোধ পরিপন্থী কোনো প্রচারনায় অংশ নিতে চুক্তি করিনি।’

ফরাসিদের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউরোপ ও আরবের মুসলিমরা হ্যাশট্যাগ চালু করে ইদ্রিস এর পাশে দাঁড়িয়েছেন।