মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৫:৪২ পূর্বাহ্ন
জয়ের মধ্যে নিজের জীবনের সবকিছু খুঁজে পাই। আমার ছেলেই আমার অস্তিত্ব। আমিই তার মা আমিই তার বাবা।’মা দিবসে গণমাধ্যমকে কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
তিনি বলেন, ‘জয়ের জন্যই এতো কষ্ট করি। আমার সবকিছু আমার সন্তানের জন্য। তার মুখের হাসি দেখলে সব ভুলে যাই। যখন মা বলে জড়িয়ে ধরে সব কষ্ট ভুলে যাই।’
উল্লেখ্য, ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাস ভালোবেসে বিয়ে করেছিলেন ২০০৮ সালে। তবে ক্যারিয়ারের কথা ভেবে সেটা গোপন রাখেন। ২০১৬ সালে তাদের সন্তান আব্রাহাম খান জয়ের জন্ম হয়। ততদিনে শাকিবের সঙ্গে অনেক দূরত্ব তৈরি হয়ে যায় নায়িকার। ২০১৭ সালে একটি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে ছেলেকে নিয়ে হাজির হন অপু।
তখনই তাদের বিয়ে, সন্তানের খবর প্রকাশ্যে আসে।এরপর শাকিব-অপুর সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাদের বিবাহবিচ্ছেদ কার্যকর হয়।