বিছানায় ঝড় তুলতে ম্যাজিকের মতো কাজে লাগান কাঁচা বরফ

| আপডেট :  ১০ মে ২০২২, ১১:১৯ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১০ মে ২০২২, ১১:১৯ পূর্বাহ্ণ

যৌ’নজীবন সুখের না হলে তার প্রভাব পারিপার্শ্বিক ক্ষেত্রেও পরে৷ ঠিক তেমনই পারিপার্শ্বিক চা’প আপনার যৌ’নজীবনকেও প্রভাবিত করে৷ কথায় বলে বিয়ে করার সঠিক সময় হল শীতকাল৷ কারণ তখন রোমান্সও চ’রমে থাকে৷ দাবদাহ বাড়লে সঙ্গীর কাছে আসার যে স্বাভাবিক ইচ্ছা, তা চলে যায় বই কী!

ভালবাসায় শরীরের মিলনেই কাছাকাছি আসে দু’টি মন। প্রগাঢ় ও মজবুত হয় সম্পর্কের বাঁধনও। আসলে প্রতিটা সম্পর্কের ক্ষেত্রেই যৌ’ন মিলন বা শা’রীরিক মিলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে প্রেমেই হোক কিংবা দাম্পত্যে! তাই আবহাওয়া যেন কোনওভাবেই আপনাদের রোমান্সের পথের কাঁটা না হয়৷

ঘনিষ্ঠ মুহূর্তে আপনাদের দুজনের হাতেই থাকতে পারে বরফের কিউব। সেটিকে কীভাবে ব্যবহার করবেন তা আপনার ব্যক্তিগত ব্যাপার। একটি সাম্প্রতিক গবেষণা বলছে ওরাল সে’ক্সের সময় বরফ ম্যাজিকের মতো কাজ করে৷ এটি উদ্দীপনা বাড়ায়৷ সঙ্গীর মন মেজাজও ঠান্ডা রাখে৷

যুক্তরাজ্যের পরিবেশবিদ ম্যাথ্যু গেজ জানান, জনসংখ্যার সংরক্ষণের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই জলবায়ু পরিবর্তন বিশেষ ভূমিকা নেয়৷ গরমে প্রজনন ক্ষমতা কমার ক্ষেত্রে দ্বিমত থাকলেও এখানে কোনও স’ন্দেহ নেই যে, প্রবল গরমে যৌ’নজীবনের উষ্ণতা আর থাকে না। তাই সম্পর্ক ঠান্ডা করতে না চাইলে ‘ঠান্ডা’কে কাজে লাগান। সূত্রঃ নিউজ১৮