মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১১:৫৩ পূর্বাহ্ন
বাংলা সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। আর সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে ঈদের অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ডিপজল ও মৌসুমী। সেই অনুষ্ঠানেই জায়েদ খান জানান,শিগগিরই নিজের পছন্দের পাত্রীকেই বিয়ে করবেন বলে ঠিক করেছেন।
বিয়ের বিষয়ে তিনি বলেন, এখন যেহেতু মা-বাবা নেই। আর সত্যি কথা, আমি আমার পছন্দে বিয়ে করব। পছন্দও আছে। ঈদের আমেজ যাক, তারপর ভাইয়া (ডিপজল) আছে, এ নিয়ে আলোচনা করব।
এসময় বিয়ের প্রসঙ্গ উঠতেই ডিপজলের বিয়ে নিয়েও আলোচনা শুরু হয়। তখন তিনি বলেন, আমি তুলে নিয়ে আসিনি। আপোষেই আসছে। তবে এ নিয়ে বেশি কিছু জানাননি পর্দার খল-নায়ক।
প্রসঙ্গত, অনুষ্ঠানে সকলেই নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করেন। একপর্যায়ে ডিপজল ও মৌসুমীর কাছে জানতে চাওয়া হয়— জায়েদ খানের নামের আগে কি বলা যেতে পারে। জবাবে তারা দু’জনই বলেন, তাকে অলরাউন্ডার বলা যায়।