১৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করে ১৬০ টাকা দরে বেচে দিলো ভোক্তা অধিদপ্তর

| আপডেট :  ৯ মে ২০২২, ০৩:১৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ৯ মে ২০২২, ০৩:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের এক দোকানির গুদামে অভিযান চালিয়ে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। পরে ওই দোকানিকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা তেলগুলো ১৬০ টাকা দরে খোলা বাজারে বেচে দিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা।

সোমবার (৯ মে) দুপুর ১২টার দিকে পাহাড়তলী বাজারের বিল্লি লেইনের সিরাজ সওদাগরের ‘সিরাজ স্টোর’ দোকানের গুদাম থেকে ‘অবৈধভাবে’ মজুত করা এসব তেল জব্দ করা হয়।

অভিযান চলাকালে ভোক্তা অধিকার অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ফয়েজ উল্যা বলেন, গোপন খবরে অভিযান চালানো হয়। দোকানের তিনটি গুদামে মোট ১৫ হাজার লিটার সয়াবিন মজুদ করা ছিল।

তিনি বলেন, রমজানের আগে কেনা এসব তেল সিরাজ সওদারগর গুদামে রেখে দিয়েছিলেন। কিন্তু দোকানে তেল ছিল না।