বগুড়ায় বসে ৪ দশক ধরে সস্তার কৃষিযন্ত্র তৈরি করে চলেছেন যে গ্রামীণ উদ্ভাবক

| আপডেট :  ৮ মে ২০২২, ০৩:৪৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ৮ মে ২০২২, ০৩:৪৩ অপরাহ্ণ

ধলু মেকার নামে পরিচিত এক ব্যক্তি ১৯৪০ সালে বগুড়ায় রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রতিষ্ঠা করেন। পরে তার ছেলে আমির হোসেন পরবর্তীতে রিভার্স ইঞ্জিনিয়ারিং কৌশল ব্যবহার করে বিদেশি যন্ত্রপাতির দেশীয় সংস্করণ বানাতে শুরু করেন ওই ওয়ার্কশপে।

সারা বাংলাদেশের নির্মানকাজে ব্যবহৃত যে ইট ভাঙার যন্ত্রটি চোখে পড়ে, সেটি এই আমির হোসেনেরই উদ্ভাবন করা স্থানীয় প্রযুক্তির যন্ত্র।মূলত কৃষকদের কম মূল্যে যন্ত্রপাতি সরবরাহ করার লক্ষ্য নিয়ে একের পর এক যন্ত্র উদ্ভাবন করে যাচ্ছেন তিনি।

ইট ভাঙার মেশিন ছাড়াও তার তৈরি সরিষা মাড়াইয়ের মেশিন বেশ জনপ্রিয়তা পেয়েছে।তবে শ্যালো ইঞ্জিনের যন্ত্রাংশ কম মূল্যে তৈরি করে সারা দেশে ছড়িয়ে দেওয়াটাকে আমির হোসেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন।

কারণ এর আগে এসব যন্ত্রাংশ জাপান থেকে আমদানি করতে হতো যার দাম ছিল অনেক বেশি।আমির হোসেনের উদ্ভাবনের ফলে সেচ কাজে কৃষকদের খরচ অনেকটাই কমে গেছে।