রোজা রেখে স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমাতে পারবেন?

| আপডেট :  ২ মে ২০২২, ০১:০৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ২ মে ২০২২, ০১:০৩ অপরাহ্ণ

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

রমজান উপলক্ষ্যে আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ২৮তম পর্বে টেলিফোনের মাধ্যমে ঢাকার মিরপুর থেকে এমদাদ চেয়েছেন, রোজা রেখে দিনের বেলা স্বামী-স্ত্রী কি একসঙ্গে ঘুমাতে পারবেন? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।

প্রশ্ন : রোজা রেখে দিনের বেলা স্বামী-স্ত্রী কি একসঙ্গে জড়িয়ে ঘুমাতে পারবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি প্রশ্নে যেভাবে বলেছেন কিংবা যা বুঝিয়েছেন, সেভাবে ঘুমানো জায়েজ নেই। কারণ, আপনার কথামতো ওভাবে ঘুমালে রোজা ভঙ্গ হওয়ার একটা আশঙ্কা থাকে। রোজা ভাঙার আশঙ্কা থাকে—এমন কাজ না করাই ভালো। এটা সিয়ামের জন্য জায়েজ নেই। সিয়ামের জন্য শঙ্কা তৈরি করা কোনো কাজ না করাই ভালো। এভাবে ঘুমানো জায়েজ নেই। এটা নিয়ে সন্দেহ নেই।