মহাসমাবেশের ঘোষণা ইসলামী ঐক্যজোটের

| আপডেট :  ২৬ ডিসেম্বর ২০২০, ১০:০৬ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৬ ডিসেম্বর ২০২০, ১০:০৬ পূর্বাহ্ণ

আগামী ২ এপ্রিল ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে ইসলামী ঐক্যজোট। শনিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিবৃতির মাধ্যমে এ কথা জানায় সংগঠনটি। বিবৃতিতে তারা জানায়, এপ্রিল ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে ফিৎনাবাজ ও শাপলা চত্বরের সমাবেশ থেকে পালিয়ে যাওয়া মিথ্যাচারীদের শ্বেতপত্র প্রকাশ করা হবে।

বিবৃতিতে ইসলামী ঐক্যজোট সমাবেশের ঘোষণা ছাড়াও কওমী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় সিলেবাসে জাতীয় পতাকা, জাতীয় সংগীত, জাতির পিতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভূক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এবং আহমদ শফি হত্যা মা মলার তদন্ত প্রতিবেদন দ্রুত জমা দেয়ার দাবি জানিয়েছে।

বিবৃতিতে তারাল ভাষ্কর্য ইস্যুর বিষয়টি উল্লেখ করে বলেছে, কোরআনে কোথাও ভাস্কর্যের কথা উল্লেখ নাই, তাই ভাস্কর্য আর মূর্তি একই কিনা সেটা গবেষণার বিষয়, তবে দুটো একই হলে তারা কোরআন হাদিসের আলোকে ভাস্কর্য নির্মাণের পক্ষে নয়।

এসময় তারা বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণের বিরোধীতাকে একটি গোষ্ঠী বিএনপি-জামায়াতের ইন্ধনে শান্তি বিনষ্ট করতে করছে বলেও অভিযোগ করে। এসময় তারা উল্লেখ করে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করলেও জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ভাস্কর্য ভাঙার বিষয়ে কোন কথা বলছে না।