মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৬:৫৫ পূর্বাহ্ন
আন্তর্জাতিক: আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কইল গর্ডি মাত্র ৩০ বছর বয়সেই ৪৬ সন্তানের জনক হয়েছেন। অল্প কিছুদিনের মধ্যেই আরো ৯ সন্তান পৃথিবীতে আসতে চলেছে। তার ইচ্ছা ১০০ সন্তানের বাবা হবার।
কইল গর্ডি পেশায় একজন স্পার্ম ডোনার। সুস্থ-সবল সন্তানের জন্য ব্রিটেন এবং আমেরিকার বহু দম্পতি এখন তার সঙ্গে যোগাযোগ করছেন। সম্প্রতি কেমব্রিজের একটি লেসবিয়ান দম্পতিকেও সাহায্য করেছেন তিনি। ২০১৪ সালে প্রথমবার স্পার্ম ডোনেট করেন কইল।
সর্বপ্রথম তার এক নারী বন্ধুকে শুক্রাণু দান করেছিলেন তিনি। এখন সে সন্তানের বয়স সাত বছর। বিশ্বে অনেক মানুষ স্বেচ্ছায় এই কাজ করে থাকে এবং অনেক দেশে এটি বৈধতা রয়েছে। হাসপাতালে মাধ্যমেই এই স্পার্ম সংগ্রহ করা হয়। যেসব দম্পতি স্পার্ম নিতে ইচ্ছুক তারা বেশিরভাগই একে অপরের পরিচয় জানেন না।
তবে কইল তার স্পার্ম সরাসরি নিজেই ডোনেট করেন। কোন সংস্থার মাধ্যমে না গিয়ে তিনি সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তা নিয়েএটি করে থাকেন। সূত্র: ডেইলি মেইল।