৩২ কেজির কাতলা মাছ বিক্রি হলো ৬৭ হাজারে

| আপডেট :  ২৩ এপ্রিল ২০২২, ০৭:৩৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৩ এপ্রিল ২০২২, ০৭:৩৭ অপরাহ্ণ

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় ৩২ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে। আজ শনিবার সকালে মানিকগঞ্জের জাফরগঞ্জের জেলে কুদ্দুস হালদারের জালে মাছটি ধরা পড়ে।

মুঠোফোনে জেলে কুদ্দুস হালদার জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে সহযোগীদের নিয়ে ট্রলারে করে পদ্মা নদীতে মাছ শিকারে বের হন। শনিবার সকালের দিকে জাল টেনে নৌকায় তুলতেই দেখেন বিশাল আকারের একটি কাতলা মাছ। তাৎক্ষণিক দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ব্যবসায়ী শাহজাহান শেখকে মুঠোফোনে জানানো হয়। পরে তিনি প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ৬৪ হাজার টাকায় মাছটি কিনে নেন।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, মাছটি ফেরিঘাট এলাকায় নিয়ে আসার পর তাঁর আড়তে উৎসুক মানুষ ভিড় করতে থাকে। পরে ঢাকার কাঁচপুর এলাকার এক ব্যবসায়ী প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে মোট ৬৭ হাজার ২০০ টাকায় কিনে নেন।

গোয়ালন্দ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, বর্তমানে পানি কম থাকায় পদ্মা এবং যমুনা নদীর মোহনায় মাঝেমধ্যে কিছু বড় মাছ ধরা পড়ছে। জেলেদের জালে এ ধরনের বড় আকৃতির বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ ধরা পড়ায় তাঁরা খুব খুশি।