থমথমে নিউমার্কেট: দোকানপাট সব বন্ধ, আহত শতাধিক

| আপডেট :  ১৯ এপ্রিল ২০২২, ০৪:০১ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৯ এপ্রিল ২০২২, ০৪:০১ অপরাহ্ণ

সারাদেশ: গত রাত থেকে শুরু হওয়া সংঘর্ষ এখনো থেমে থেমে চলছে রাজধানীর নিউমার্কেট এলাকায়। ধাওয়া পাল্টা ধাওয়া অব্যাহত রয়েছে। কখনো ব্যবসায়ীরা আবার কখনোবা শিক্ষার্থীরা হামলা করছে। এখন পর্যন্ত শতাধিক আহত খবর পাওয়া গিয়েছে। আহতদের বেশিরভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

 

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হকের দেওয়া তথ্য মতে আহতদের মধ্যে রয়েছেন, কাজী সুমন (২৫), অজানা (২৪), কবীর (৩৮), সাজ্জাদ (৪৫), সাগর (১৮), আপেল (৩৫), রাজু (১৬), রাসেল (১৪), রাহাদ (১৯), আলিফ (২২), মহিউদ্দিন (২৬), রুবেল (২৫), আরাফাত জামান (১৮), ইয়াসিন (১৭), নাজমুল (২০), রায়হান (১৭), রাসেল (২৬), হৃদয় (১৮), মেহেদী (১৮), আকন্দ (২৩), রিমা (২০), মুন্না (২২), নাসির (২৪) ও আকাশ (২২)।

 

এছাড়াও রাজধানীর বিভিন্ন হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। ধানমন্ডির পপুলার, গণস্বাস্থ্য ও স্কয়ার হাসপাতালেও অনেকে ভর্তি হয়েছেন। স্কয়ার হাসপাতালে ভর্তি একজনের অবস্থা গুরুতর বলেও জানা গেছে।

 

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সংঘাত থামাতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করছেন তারা।