দুই যুগ ধরে বিনা বেতনে আজান দেন হেলাল মোল্লা

| আপডেট :  ১৪ এপ্রিল ২০২২, ১১:৫৯ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৪ এপ্রিল ২০২২, ১১:৫৯ পূর্বাহ্ণ

সারাদেশ: নামাজের পূর্বে মসজিদে আযান দেওয়ার বিধান রয়েছে ইসলামে। মসজিদে যিনি আজান দেন তাকে মুয়াজ্জিন বলা হয়। ইসলামে মোয়াজ্জিনের রয়েছে অনেক উঁচু মর্যাদা।

মসজিদগুলোতে যারা মুয়াজ্জিন হিসেবে কর্মরত রয়েছেন তাদের বেশিরভাগ নিয়োগপ্রাপ্ত এবং বেতনভুক্ত। তবে আমাদের দেশের গ্রামের মসজিদ গুলোতে অনেক ধর্মপ্রাণ মুসলিম রয়েছেন যারা বিনা বেতনে বছরের-পর-বছর ইসলামের এই খেদমত করে আসছেন। তাদেরই একজন মুন্সীগঞ্জের হেলাল মোল্লা।

দুই যুগেরও বেশি সময় ধরে জেলার সিরাজদিখান উপজেলার শেখরনগরের বাহেরচর আব্দুস সালাম জামে মসজিদে বিনা বেতনে আজান দিচ্ছেন ৮০ বছর বয়সী হেলাল মোল্লা।

নিজের ভালোলাগা ও সবার উৎসাহে ১৯৯৮ সাল থেকে মসজিদে আযান দেওয়ার কাজ শুরু করেন হেলাল মোল্লা। তিনি বলেন, যত দিন আল্লাহ শরীর সুস্থ রাখবেন এবং পায়ে হেঁটে মসজিদে যেতে পারব, তত দিন আজান দিয়ে যাব। ইনশাআল্লাহ।

শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং কেয়ামতের দিন মুক্তির আশায় হেলাল মোল্লা বিনা পয়সায় মসজিদের আজান দিয়ে যাচ্ছেন।