ভোটারদের পা ধুয়ে দিলেন পরাজিত প্রার্থী

| আপডেট :  ২৫ ডিসেম্বর ২০২০, ১০:৩১ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৫ ডিসেম্বর ২০২০, ১০:৩১ পূর্বাহ্ণ

নির্বাচনের আগে কথা দিয়েছিলেন নির্বাচনে জয়, পরাজয় যাই হোক না কেনো ভোটারদের সম্মান জানাবেন তিনি। আর তাই নির্বাচনে পরাজয়ের পর নোয়াখালীর কবিরহাটে এক ব্যতিক্রমধর্মী আয়োজন করেছেন উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও সাবেক পৌর মেয়র আলাবক্স তাহের টিটু।

নির্বাচনের আগে দেয়া কথা রক্ষা করতে ভোটারদের পা ধুয়ে সম্মান জানিয়েছেন তিনি। কবিরহাটে নিজ বাড়িতে শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে পা ধোয়ার এ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে তার সত্তোরোর্ধ্ব মায়ের পা ধুয়ে দিয়ে কর্মসূচির সূচনা করেন তিনি। এরপর তিনি কবিরহাট উপজেলার ৯টি ইউনিয়ন ও কবিরহাট পৌরসভার সাধারণ ভোটার ও বীরমুক্তিযোদ্ধাদের প্রতিনিধি হিসেবে একজন করে ভোটারের পা ধুয়ে দেন।

এ বিষয়ে আলাবক্স তাহের টিটু জানান, বিগত উপজেলা পরিষদ নির্বাচনের আগে তিনি ভোটারদের যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা অনুযায়ী এ কর্মসূচির আয়োজন করেন। এছাড়া তিনি মনে করেন এ সম্মান দেখে অন্য প্রার্থীরাও আগামী দিনে ভোটারদের প্রতি সম্মান প্রদর্শন করবেন।