মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৬:৪৪ পূর্বাহ্ন
আন্তর্জতিক: পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন শাহবাজ শরীফ। প্রধানমন্ত্রী হিসেবে অ্যাসেম্বলিতে প্রথম বক্তৃতায় তিনি সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন। সোমবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে তিনি এ ঘোষণা দেন। খবর জিও নিউজ এর।
দেশটির সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন বাড়িয়ে ২৫ হাজার রুপি করা হয়েছে। পহেলা এপ্রিল থেকেই এই বেতন কার্যকর হবে বলে ঘোষণা করেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
পার্লামেন্টে অনাস্থা ভোটে শনিবার রাতে ক্ষমতাচ্যুত হয়েছেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফের চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খান।
ন্যাশনাল এসেম্বলি প্রথম বক্তৃতায় নব নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীকে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে।