শ্রীলঙ্কায় হচ্ছে না এশিয়া কাপ, আয়োজক হচ্ছে বাংলাদেশ!

| আপডেট :  ১১ এপ্রিল ২০২২, ০৫:৩৬ অপরাহ্ণ | প্রকাশিত :  ১১ এপ্রিল ২০২২, ০৫:৩৬ অপরাহ্ণ

বর্তমান সময়ে অর্থনৈতিক দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে দেশজুড়ে চলছে বিক্ষোভ। এমন পরিস্থিতিতে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরের ভেন্যু সরে যেতে পারে অন্য কোথাও। এমনটাই বলছে শ্রীলঙ্কার গণমাধ্যম। আগামী ২৭শে আগস্ট থেকে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে এবার হওয়ার কথা ছিল এশিয়া কাপ। গত মাসের এজিএম মিটিংয়ে আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কার নাম চূড়ান্ত হয়।

এদিকে এশিয়ার টেস্ট খেলুড়ে পাঁচ দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে বাছাই পর্ব পেরিয়ে আসা আরেকটি দল অংশ নেবে এশিয়া কাপে। বাছাই পর্বের ম্যাচ শুরু হওয়ার কথা ২০শে আগস্ট। শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি বেড়েই চলছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠে গেছে সাধারণ মানুষের। নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যই পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ, গ্যাস সংকটও তীব্র আকার নিয়েছে।

গত শুক্রবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক তাদের ইন্টারেস্ট রেট ডাবল করেছে। জিনিসপত্রের সরবরাহ স্বাভাবিক করতে পরবর্তী ৬ মাসের মধ্যে শ্রীলঙ্কার প্রায় ৩০০ কোটি ডলার বৈদেশিক সাহায্য লাগবে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আলি সাবরি। এমতাবস্থায় এশিয়া কাপ আয়োজন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে লঙ্কানদের।

এদিকে নিজেদের অর্থের সঙ্কটের কারণে বাংলাদেশের বিপক্ষে এইচপি সিরিজও স্থগিত করেছে লঙ্কানরা। এতেই মোটামুটি নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার এশিয়া কাপ আয়োজন অসম্ভব। তবে কোন দেশে আবার এশিয়া কাপ হবে সেটাও জানা যায়নি। এ নিয়ে জরুরি বৈঠকের পর সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এশিয়া কাপ আয়োজনের দিকে সবার চাইতে এগিয়ে থাকছে বাংলাদেশই।

কারণ পরবর্তী এশিয়া কাপ হবে পাকিস্তান। সেকারণে তারা এবার সুযোগ নিতে পারছেনা। অন্যদিকে ভারত এশিয়া কাপ আয়োজন করলে পাকিস্তান খেলতে অস্বীকৃতি জানাবে পাকিস্তান। আর সেকারণে বাংলাদেশই হতে পারে বিকল্প ভেন্যু। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে মিটিংয়ের পর।