বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেপ্তার

| আপডেট :  ৬ এপ্রিল ২০২২, ১২:২১ অপরাহ্ণ | প্রকাশিত :  ৬ এপ্রিল ২০২২, ১২:২১ অপরাহ্ণ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন।বুধবার (৬ এপ্রিল) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিলের শাপলা চত্বরে লিফলেট বিতরণ কর্মসূচী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ইশরাক হোসেনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, লিফলেট বিতরণের সময় মতিঝিল এলাকা থেকে ইশরাক হোসেনকে নিয়ে গেছে পুলিশ। শুনেছি মতিঝিল থানায় আছেন। তবে তাকে আটক করা হয়েছে কিনা এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে পারিনি।

ইশরাক হোসেন সাবেক মন্ত্রী এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে।সাদেক হোসেন খোকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-সভাপতি ছিলেন এবং দীর্ঘদিন অবিভক্ত ঢাকার শহর বিএনপির সভাপতি ছিলেন।

সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটিতে ইশরাক হোসেনকে মনোনয়ন দেয় বিএনপি।ইশরাক হোসেন ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে ‘এ’ ও ‘ও’ লেভেল পাস করার পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছেন।