শ্রীলঙ্কায় এক কাপ চায়ের দাম এখন ২৯ টাকা

| আপডেট :  ৫ এপ্রিল ২০২২, ১০:০৮ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৫ এপ্রিল ২০২২, ১০:০৮ পূর্বাহ্ণ

শ্রীলঙ্কায় প্রতি কাপ চায়ের দাম এখন ১০০ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৯ টাকা। সোমবার দুপুর পর্যন্ত কলম্বোর প্রায় প্রতিটি চায়ের দোকানেই দেখা গেছে এই চিত্র।

চায়ের জন্য বিখ্যাত শ্রীলঙ্কায় প্রতি কাপ চায়ের এই অস্বাভাবিক এই দামের ব্যাখ্যা দিতে গিয়ে নিজ দেশের অর্থনৈতিক দুর্দশার বর্ণনা দেন শ্রীলঙ্কার ডেইলি নিউজে কর্মরত সিনিয়র সাংবাদিক প্রবীণ মেন্দিস।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, “এক কাপ চায়ের দাম প্রায় ১০০ রুপি (২৯ টাকা)। নিত্যপণ্যের দাম বাড়ায় হুট করে চায়ের দামও বেড়ে গেছে। ৪০০ গ্রাম গুড়োদুধের প্যাকেটের দাম ৭৯০ রুপি (২৩১ টাকা)। চা বানাতে এই দুধের বিকল্প তো নেই।”

শ্রীলঙ্কার তীব্র রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বিষয়ে জানতে প্রবীণের সঙ্গে যোগাযোগ করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। নিজ দেশের কঠিন সময়ের নানাদিক তুলে ধরেন প্রবীণ।

“শ্রীলঙ্কার রুপির দরপতন ঘটেছে। শুধু গরীবরা নয়, অর্থনৈতিক সংকটের ভুক্তভোগী সকল শ্রেণির মানুষ। বিদ্যুৎ ও পানির মতো নাগরিক সুবিধাও মিলছে না। ফলে জনজীবনে ভয়াবহ ভোগান্তির সৃষ্টি হয়েছে,” বলেন তিনি।