পাকিস্তানে প্রতিটি ডিম ৩০ টাকা, আদার কেজি হাজার টাকা

| আপডেট :  ২৪ ডিসেম্বর ২০২০, ১০:০০ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৪ ডিসেম্বর ২০২০, ১০:০০ পূর্বাহ্ণ

পাকিস্তানে প্রায় ৫০ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করপ। আর এরই মধ্যে দেশটিতে দ্রব্যমূল্যের দাম এত বৃদ্ধি পেয়েছে যে সাধারণ জনগণকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সমগ্র বিশ্বের অর্থনীতিই যখন কঠিন সময় পার করছে তখন পাকিস্তানে বয়াবহ মুদ্রাস্ফীতি ঘটেছে।

জানা গেছে, শীত উপলক্ষে ডিমের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দেশটিতে বর্তমানে একটি ডিমের মূল্য দাঁড়িয়েছে ত্রিশ রুপি। আর প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১০৪ রুপিতে।

শুধু ডিম কিংবা চিনি নয় অন্যান্য পণ্যের দামও আকাশ ছোয়া। দেশটিতে বর্তমানে প্রতি কেজি আদার দাম এক হাজার রুপি ও গম প্রতি কেজি গমের মূল্য ৬০ রুপি।

প্রসঙ্গত, দেশের অর্থনীতির হাল ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন ইমরান খান। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি তিনি।