ফেসবুককে টেক্কা দিতে নতুন সোশ্যাল মিডিয়া নিয়ে আসছে ইলন মাস্ক

| আপডেট :  ৩০ মার্চ ২০২২, ১২:৩৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ৩০ মার্চ ২০২২, ১২:৩৭ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টেক্কা দিতে এবার আসছে নতুন সোশ্যাল মিডিয়া। এমনটাই ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। স্পেস এক্সের কর্ণধর মাস্ক রীতিমতো জাকারবার্গকে হুমকি দিয়েছেন। রোববার একটি টুইট বার্তায় মাস্ক এই বিষয়টি প্রকাশ্যে আনেন।

টেসলার অধিকর্তা ইলন মাস্ক জানিয়েছেন, তার তৈরি নতুন সোশ্যাল মিডিয়া মানুষের কথা বলার অধিকারকে নিশ্চিত করবে। এই বিষয়টি অতি গুরুত্বের সাথে বিবেচনায় রাখা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি বলে অংশগ্রহণ করেন ইলন মাস্ক। সেখানে টুইটার বাক-স্বাধীনতার নীতি মেনে চলছে কিনা এই বিষয়ে নেতিবাচক মত দিয়েছিলেন ইলন মাস্ক। এই ভোটের ফলাফল বেশ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছিলেন তিনি এবং সবাইকে সতর্ক হয়ে ভোট দেয়ার আহ্বান করেন।

ইলন মাস্কের এমন ঘোষণার পর শুরু হয়েছে চাঞ্চল্য। টুইটার, ফেইসবুক এবং ইউটিউব এর বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে বাক স্বাধীনতা খর্ব করার। ধারণা করা হচ্ছে ইলন মাস্ক যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে আসেন সে ক্ষেত্রে ব্যবহারকারীদের কথা বলার অধিকারকে প্রাধান্য দেয়া হবে।