শফির মৃত্যু নিয়ে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি দিবে হেফাজত

| আপডেট :  ২৩ ডিসেম্বর ২০২০, ০৪:২৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৩ ডিসেম্বর ২০২০, ০৪:২৭ অপরাহ্ণ

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে করা মামলা তুলে না নেয়া হলে হেফাজতে ইসলাম কঠোর পদক্ষেপ নিবে বলে ঘোষণা দিয়েছেন বর্তমান আমির আল্লামা জুনাইদ বাবুনগরী।

আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় বুধবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় তিনি অভিযোগ করেন, আহমদ শফীর মৃত্যু স্বাভাবিক ছিলো কিন্তু বিষয়টি নিয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলকভাবে নির্জলা মিথ্যাচার করে যাচ্ছে।

এডময় তিনি আরও বলেন, আল্লামা শফীর মৃত্যুর তিন মাস পর তার মৃত্যুকে অস্বাভাবিক আখ্যা দিয়ে মামলা করাটা একধরনের ‘রাজনৈতিক চক্রান্তের’ এবং দেশের স্থিতিশীল অবস্থা বিনষ্ট করার দুরভিসন্ধি

প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ শফীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে আসামি করে মামলা করেন শফীর শ্যালক মাইনুদ্দিন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন।