আওয়ামী লীগেই রাজাকার আছে: মঞ্জু

| আপডেট :  ২৭ মার্চ ২০২২, ০৮:৩৫ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৭ মার্চ ২০২২, ০৮:৩৫ অপরাহ্ণ

পিরোজপুর জেলা আওয়ামী লীগের কমিটিতে রাজাকার রয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু।রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে দলটির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ৫২তম স্বাধীনতা দিবস শীর্ষক আলোচনায় সভায় এ অভিযোগ করেন তিনি।

আনোয়ার হোসেন বলেন, ‘আমরা কথায় কথায় বলি—রাজাকারের সঙ্গে কোনো আপস হবে না। রাজাকারের দল আছে আর আপনার দলের কমিটিতেই আছে (রাজাকার)। অন্যান্য জেলার কথা আমি জানি না, আমি তো আমার জেলার (পিরোজপুর) কথা জানি। আগে নিজের চেহারা আয়নায় দেখুন।’

তিনি আরও বলেন, ‘এই কথার সঙ্গে কোনো দ্বিমত হবে না, তাদের সঙ্গে আমাদের চিন্তার মিল নেই, রাজনীতির মিল নেই, আদর্শের মিল নেই। এ প্রজন্মের ছেলেপেলে। তারা তো এগুলো জানে না।’

পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও ইন্দুরকানী) আসন থেকে নির্বাচিত এই সাংসদ বলেন, ‘স্বাধীনতার ৫১ বছরেও আমরা যেসব আলোচনা করি, আমি মনে করি, সময়ক্ষেপণ করছি।’জেপি চেয়ারম্যান আনোর হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ শাজাহান খান।

তিনি তার বক্তব্যে বলেছেন, বিএনপির রাজনীতির সূত্র জানে না। সে কারণেই অঙ্ক মেলাতে পারছে না। রাজনীতি মানুষের জন্য। কিন্তু তাদের পেট্রোল বোমা দিয়ে পুড়িয়েছে বিএনপি। সেই ভুল ও হঠকারীতার ফল ভোগ করছে তারা।

তিনি আরও বলেন, বিএনপি বলছে তারা জাতীয় ঐক্য চায়। কিন্তু কার সঙ্গে ঐক্য চায়। জাতীয় ঐক্যের ভিত্তিতে কি হবে? রাজাকার আলবদর মুক্তিযোদ্ধা হত্যাকরীদের সঙ্গে ঐক্য করবে? তাদের সঙ্গে কীসের ঐক্য! বিএনপি রাজাকার-আলবদর নিয়ে থাকুক।

শাজাহান খানকে উদ্দেশ করে আনোয়ার হোসেন বলেন, ‘শাজাহান খান বা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আমার দ্বিমত হয় না। আমি যখন ভাবি, জাতীয় পার্টি বা বিএনপি খিচুড়ি পার্টি; এসব দলের কমিটিতে তারা (রাজাকাররা) থাকতে পারে। কিন্তু আওয়ামী লীগের মধ্যে কেমন করে আছে? ছাত্রলীগের মধ্যে কেমন করে আছে? যুবলীগের মধ্যে কেমন করে আছে?’